বৈশ্বিক অ্যালুমিনিয়াম উৎপাদন কমল
দুই মাস ঊর্ধ্বমুখী থাকার পর চলতি বছরের সেপ্টেম্বরে বৈশ্বিক অ্যালুমিনিয়াম উৎপাদনে ফের মন্দাভাব ফিরে এসেছে। এ সময় বৈশ্বিক অ্যালুমিনিয়াম উৎপাদন আগের মাসের তুলনায় পৌনে দুই লাখ টন কমে ৫৩ লাখ টনের কাছাকাছি নেমে এসেছে। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের (আইএআই) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ ও রুশ প্রতিষ্ঠান রোসাল পিএলসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কারণে আগে থেকেই অ্যালুমিনিয়ামের বাজারে অনিশ্চয়তা ছিল। এখন নতুন করে বৈশ্বিক উৎপাদন হ্রাসের খবরে অনিশ্চয়তা বাড়ার পাশাপাশি ব্যবহারিক ধাতুটির দাম বাড়তে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর মেটাল বুলেটিন ও এসঅ্যান্ডপি গ্লোবাল।
আইএআইয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের সেপ্টেম্বরে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন দাঁড়িয়েছে ৫৩ লাখ ১০ হাজার টনে, যা আগের মাসের তুলনায় ১ লাখ ৮৪ হাজার টন কম। গত আগস্টে বিশ্বব্যাপী মোট ৫৪ লাখ ৮৫ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল। তবে আগের মাসের তুলনায় কমলেও ২০১৭ সালের একই সময়ের তুলনায় গত সেপ্টেম্বরে বৈশ্বিক অ্যালুমিনিয়াম উৎপাদনে চাঙ্গাভাব বজায় ছিল। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বব্যাপী মোট ৫১ লাখ ১৭ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উৎপাদন বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ।
চলতি বছর অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদনে ধারাবাহিক উত্থান-পতন দেখা গেছে। গত জানুয়ারিতে বিশ্বব্যাপী সব মিলিয়ে ৫৩ লাখ ১৬ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে আইএআই। পরের মাসে ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উৎপাদন কমে দাঁড়ায় ৪৯ লাখ ৭ হাজার টনে। চলতি বছর এটাই অ্যালুমিনিয়ামের সর্বনিম্ন মাসভিত্তিক বৈশ্বিক উৎপাদন।
গত মার্চে বিশ্বব্যাপী ৫৪ লাখ ২২ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল। এপ্রিলে ফের ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উৎপাদন ১ লাখ ২২ হাজার টন কমে যায়। এ সময় বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের সম্মিলিত উৎপাদন ৫৩ লাখ টনে নেমে আসে।
আইএআইয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন দাঁড়িয়েছিল ৫৪ লাখ ৩৬ হাজার টনে। এক মাসের ব্যবধানে জুনে ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উৎপাদন ১ লাখ ২ হাজার টন কমে দাঁড়ায় ৫৩ লাখ ৩৪ হাজার টনে। জুলাইয়ে বিশ্বব্যাপী ৫৪ লাখ ৭৬ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল। চলতি বছর এটাই অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ মাসভিত্তিক বৈশ্বিক উৎপাদন।
এদিকে বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী ও রফতানিকারক দেশ চীনে চলতি বছরের সেপ্টেম্বরে ব্যবহারিক ধাতুটির সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ৩০ লাখ ১০ হাজার টনে। গত আগস্টে দেশটিতে সব মিলিয়ে ৩১ লাখ ২০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে ১ লাখ ১০ হাজার টন।
২০১৭ সালে সেপ্টেম্বরে চীনা উৎপাদনকারীরা মোট ২৯ লাখ ৬ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছিলেন। অর্থাৎ গত সেপ্টেম্বরে মাসের ব্যবধানে দেশটিতে অ্যালুমিনিয়াম উৎপাদন কমলেও আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
আইএআইয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে চীন বাদে এশিয়ার অন্যান্য দেশে অ্যালুমিনিয়ামের সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার টন। গত আগস্টে এ অঞ্চলে মোট ৩ লাখ ৭৭ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল। একইভাবে গত সেপ্টেম্বরে ইউরোপের দেশগুলোয় ব্যবহারিক ধাতুটির সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার টন। আগের মাসে এসব দেশে মোট ৬ লাখ ৬৪ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছিল।
অন্যদিকে গত সেপ্টেম্বরে উত্তর ও দক্ষিণ আমেরিকায় যথাক্রমে ৩ লাখ ১০ হাজার টন ও ৮৯ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। আফ্রিকার দেশগুলোয় ১ লাখ ৩৮ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। ওশেনিয়ায় ব্যবহারিক ধাতুটির উৎপাদন দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার টনে। এ সময় প্রত্যেকটি অঞ্চলে ব্যবহারিক ধাতুটির উৎপাদন কমেছে।