বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করছে সনি

স্টাফ রিপোর্টার

প্রথমবারের মতো গাড়ি উৎপাদন শিল্পে যুক্ত হতে যাচ্ছে জাপানের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। এ লক্ষ্যে চলতি বছরের মাঝামাঝিতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর কিয়োদো নিউজ।

সম্প্রতি বাণিজ্যিকভাবে গাড়ি উৎপাদনের ব্যবসা শুরুর কথা জানান সনির প্রধান নির্বাহী কর্মকর্তা কেনিচিরো ইয়োশিদা। লাস ভেগাসে চলমান বার্ষিক কনজিউমার ইলেকট্রনিকস প্রদর্শনীর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈদ্যুতিক গাড়ির উন্নয়নে প্রতিষ্ঠানটির নতুন ইউনিট সনি মোবিলিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করবে।

২০২০ সালে অনুষ্ঠিত একই ইভেন্টে সনি ভিশন এস নামে তাদের প্রথম প্রটোটাইপ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করে। গাড়িটিতে স্বচালিত প্রযুক্তি ছিল। গাড়ি চালনাকে গতিশীল, নিরাপদ ও আরামদায়ক করাই সংস্থাটির লক্ষ্য। বিশ্বজুড়ে যখন বৈদ্যুতিক গাড়ির উন্নয়নে তুমুল প্রতিযোগিতা চলছে, ঠিক সে সময়ই সনি নতুন এ ঘোষণা দিল। প্রতিযোগিতার পাশাপাশি কার্বন নিঃসরণের হার কমাতেও অনেক প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে।

নতুন বছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ইয়োশিদা ভিশন এস বৈদ্যুতিক গাড়ির একটি এসইউভি প্রটোটাইপও উন্মোচন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *