বৈঠক ডেকেছে দরপতনের কারণ জানতে বিএসইসি

স্টাফ রিপোর্টার

দরপতন ঠেকাতে করণীয় খুঁজতে কয়েকটি স্টেকহোল্ডারদের প্রধান ও শীর্ষ ১০ ব্রোকার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে ডেকেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সোমবার  (২২ এপ্রিল ২০২৪) রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম  এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ারবাজারে দরপতনের প্রেক্ষাপটে দেড় থেকে দুই বছর আগে এমন বৈঠক প্রায় নিয়মিত হত। মাঝে তালিকাভুক্ত সব শেয়ারের দরে ফ্লোর প্রাইস দিয়ে দরপতন আটকে দেওয়া হয়েছিল। ফলে দরপতন রুখতে এমন বৈঠক অনেকদিন হয়নি। তাছাড়া আগের কোনো বৈঠক থেকে মৌখিক আশ্বাস ছাড়া দরপতন রুখতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের মধ্যে এমন বৈঠক আগ্রহ হারিয়েছে।

আজকের বৈঠক বিষয়ে মুখপাত্র রেজাউল করিম জানান, শেয়ারবাজারে চলমান দরপতনসহ সংশ্লিষ্ট ইস্যুতে বাজারের প্রধান অংশীজনদের মতামত জানতে বৈঠকটি ডাকা হয়। এ বৈঠকে সভাপতিত্ব করন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক, ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএ ও মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএর শীর্ষ নেতারা এবং শীর্ষ ১০ ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়।

এদিকে বিএসইসি সূত্র জানিয়েছে, শেয়ারবাজার অংশীজনদের কাছ থেকে নিয়ন্ত্রক সংস্থা চলতি দরপতনের কারণ এবং এ অবস্থা থেকে উত্তরণে পথ কী হতে পারে তা জানতে চায়।

সূত্র আরও জানায়, কমিশনের শীর্ষ কর্মকর্তাদের কারও কারও ধারণা, ইচ্ছাকৃতভাবে দরপতন উস্কে দিচ্ছে শেয়ারবাজার সংশ্লিষ্ট কেউ। তবে এমন ধারণার পক্ষে বাস্তবসম্মত কোনো প্রমাণ কেউ দিতে পারছেন না।

বিএসইসির মুখপাত্র রেজাউল করিম জানান, জানুয়ারিতে যখন শেয়ারের ফ্লোর প্রাইস বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়, তখন বাজার মধ্যস্থতাকারীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাজারে বড় ধরনের পতন ঠেকাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তবে দেখা যাচ্ছে, বাজারে এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কম। কেন প্রতিষ্ঠানগুলো বাজারে বিনিয়োগে এগিয়ে আসছে না, বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, কোনো নীতি সহায়তার দরকার হবে কিনা-এসব বিষয়ে সোমবারের বৈঠকে আলোচনা হবে।

প্রসঙ্গত, রোববারসহ সর্বশেষ টানা পাঁচ কার্যদিবস টানা দরপতন হচ্ছে শেয়ারবাজারে। এতে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক  ডিএসইএক্সের মোট ২১০ পয়েন্ট পতন হয়েছে। এতে সূচক ফিরে গেছে ২০২১ সালের  মে বা প্রায় তিন বছরের আগের অবস্থানে। গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে চলতি দরপতনের শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *