‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ সম্মেলন শুরু ১৭ এপ্রিল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক অগ্রগতি, শিল্প খাতের সাফল্য এবং বিনিয়োগের অপার সম্ভাবনাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে আগামী ১৭-১৮ এপ্রিল ২০২৫ তারিখে ইউরোপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’-এর দ্বিতীয় সংস্করণ।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) এর উদ্যোগে এবং পিডিএস লিমিটেডের সহায়তায় আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও প্রদর্শনী আমস্টারডামের অন্যতম আইকনিক ভেন্যু বেয়ার্স ভ্যান বারলেজে অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে সিটি ব্যাংক পিএলসি, বাংলাদেশ এবং কেডিএস গ্রুপ। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সম্মেলন ও প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে।

এই সম্মেলন ও প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশে শিল্প খাতের অগ্রগতি, উদীয়মান শিল্পগুলোর সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরা। পাশাপাশি, সাসটেইনেবিলিটি, পরিবেশবান্ধব উদ্যোগ, প্রযুক্তিগত অগ্রগতি এবং শিল্প খাতে বিনিয়োগের নানা সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে।

বর্তমানে বাংলাদেশ পৃথিবীর ৩৭তম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটির অর্থনৈতিক সাফল্য এবং নানা প্রতিকূলতার বিরুদ্ধে অর্জিত এই অসামান্য সফলতা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই এই সম্মেলন ও প্রদর্শনীর অন্যতম লক্ষ্য। বাংলাদেশ কিভাবে উদ্ভাবনে অগ্রসর হচ্ছে এবং উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাসমূহ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটাও তুলে ধরা হবে এই আয়োজনে। এ্ই সম্মেলন ও প্রদর্শনীর মাধ্যমে ইউরোপীয় এবং বাংলাদেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যা ব্যবসায়িক সম্প্রসারণ, জ্ঞান-বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’- এ বাংলাদেশের ৮টি গুরুত্বপূর্ণ শিল্পের প্রায় ৫০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবনী পণ্য, সাসটেইনেবিলিটি উদ্যোগ, সার্কুলারিটি এবং ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার ক্ষেত্রগুলো প্রদর্শন করবে। দর্শনার্থীরা এই প্রদর্শনীর মাধ্যমে শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন।

দুই দিনব্যাপী এই সম্মেলন ও প্রদর্শনীর অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান, প্যানেল আলোচনা, প্রদর্শনী এবং ফ্যাশন শো অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের শিল্প ও পরিবর্তিত ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ এবং ইতিবাচক ধারণা দেবে।

বিশ্বের ৪০টিরও বেশি দেশি ও আন্তর্জাতিক আলোচক এবং ১৫০০-এরও অধিক দর্শনার্থী সম্মেলনে অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, শিল্পের উদ্যোক্তা, নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকদের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের জন্য ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ একটি দুর্দান্ত সুযোগ সৃষ্টি করেছে। প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন এবং প্যানেল আলোচনার মাধ্যমে বাংলাদেশকে একটি প্রধান বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরবে এই আয়োজন।

তিনি আরও বলেন, এই আয়োজন ইউরোপীয় ভোক্তাদের জন্য ‘মেড ইন বাংলাদেশ’ এর মানসম্মত পণ্য এবং অনুপ্রেরণামূলক গল্পগুলো জানার সুযোগ দেবে। ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ সঠিক ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করার এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণের একটি অন্যতম সুযোগ।

এই সম্মেলনে পাঁচটি ভিন্ন বিষয় নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে ‘বাংলাদেশ: অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ’, ‘বাংলাদেশ: ভবিষ্যৎ বৈশ্বিক সোর্সিং হাব’, ‘বাংলাদেশ: কর্মীদের ক্ষমতায়ন এবং উদ্ভাবন’, ‘বাংলাদেশ: কৃষি সঠিকভাবে সাজানো’ এবং ‘বাংলাদেশ: ডিজিটাল সম্ভাবনা’।

ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩, বিগাইট গ্রুপ, বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, বাংলাদেশ, সেন্ট্রোটেক্স লিমিটেড, সাইক্লো, ডেলমাস অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ফকির গ্রুপ, কেডিএস গ্রুপ, নিট এশিয়া লিমিটেড, লেদারিনা প্রাইভেট লিমিটেড, ম্যাপড ইন বাংলাদেশ, নুরিশ ফিডস লিমিটেড, নোইজ জিন্স, প্যাডকস জিন্স, প্যাসিফিক জিন্স লিমিটেড, পিডিএস লিমিটেড, প্যাসিফিক নিটেক্স লিমিটেড, প্যারাগন গ্রুপ, রিভার্স রিসোর্স, রাইজিং গ্রুপ, শিন শিন অ্যাপারেলস লিমিটেড, শাঙ্গু টেক্স লিমিটেড, তুর্জ টেক্স লিমিটেড, টারাঙ্গোসহ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানসমূহ ‘বেস্ট অফ বাংলাদেশ ইন ইউরোপ’ শীর্ষক এই প্রদর্শনীতে অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *