বেলিংহামের অভিষেকে রিয়ালের জয়

স্টাফ রিপোর্টার

মাঠজুড়ে দাপিয়ে বেড়ালেন। করলেন জিনেদিন জিদানকে মনে করানো এক গোল। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে স্বপ্নময় অভিষেক হলো ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের।

শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে তাদের মাঠে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় শুভ সূচনা করেছে কার্লো আনচেলত্তির দল। তবে জয়ের দিনে দুশ্চিন্তা হয়ে এসেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওয়ের চোট।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ২৮ মিনিটের মাথায় আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। ডিফেন্ডার দানি কারভাহালের পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন তিনি।

৩৬ মিনিটে ডিফেন্ডার ডেভিড আলাবার নেওয়া কর্নার কিক থেকে বল পান ডি বক্সে অরক্ষিত থাকা বেলিংহাম। তার ডান পায়ের অসাধারণ শটে বল টার্ফে ড্রপ খেয়ে লাফিয়ে উঠে বাঁ পাশের কোণ দিয়ে বল আশ্রয় নেয় জালে। বিলবাও গোলরক্ষক উনাই সিমোনের কিছুই করার ছিল না।

বেলিংহামের গোলটা মনে করিয়ে দিয়েছে জিনেদিন জিদানকে। রিয়ালের ফরাসি কিংবদন্তি জিদানও একবার ঠিক এভাবেই গোল করেছিলেন। বেলিংহামের জার্সি নম্বরও তো জিদানের মতোই ৫। তাই অনেকে তাকে যোগ্য উত্তরসূরী মনে করছেন এখনই।

দারুণ জয় পাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় রিয়াল। চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মিলিতাও।
মিলিতাওয়ের কান্না দেখে মনে হয়েছে বড়সড় চোটে পড়েছেন। মাঠের বাইরে ছিটকে যেতে পারেন লম্বা সময়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *