বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে স্বাভাবিক সার্কিট ব্রেকার

স্টাফ রিপোর্টার

দেশের শেয়ারবাজারে সার্কিট ব্রেকারের স্বাভাবিক নিয়ম ফিরিয়ে এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে দাম বাড়া ও কমার ক্ষেত্রে একই হার কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে সার্কিট ব্রেকারের স্বাভাবিক নিয়ম কার্যকর হবে। এতে শেয়ারের দামভেদে একদিনে ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত দাম ওঠানামা করতে পারবে।

এর আগে শেয়ারবাজারে দরপতন ঠেকাতে সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন করে একদিনে সর্বোচ্চ ৩ শতাংশ দাম কমার নিয়ম কার্যকর করে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। তবে দাম বাড়ার ক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই রাখা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর বিএসইসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সেই সঙ্গে দুই কমিশনারও পদত্যাগ করেন।

এরপর অন্তর্বর্তী সরকার বিএসইসির চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দিয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে শেয়ারবাজারে স্বাভাবিক সার্কিট ব্রেকার ফিরিয়ে আনলেন।

বৃহস্পতিবার থেকে সার্কিট ব্রেকারের যে নিয়ম কার্যকর হবে

>> শেয়ারদর ২০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে।

>> শেয়ারদর ২০০ টাকার ওপর হলে এবং ৫০০ টাকা পর্যন্ত ৮ দশমিক ৭৫ শতাংশ সার্কিট ব্রেকার থাকবে।

>> শেয়ারদর ৫০০ টাকার বেশি এবং এক হাজার টাকা পর্যন্ত শেয়ারদর থাকলে সেক্ষেত্রে সার্কিট ব্রেকার হবে ৭ দশমিক ৫০ শতাংশ।

>> শেয়ারদর এক হাজার টাকার বেশি এবং দুই হাজার টাকা পর্যন্ত ৬ দশমিক ২৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে।

>> শেয়ারদর দুই হাজার টাকার ওপরে থাকলে এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার হবে ৫ শতাংশ।

>> শেয়ারদর পাঁচ হাজার টাকার বেশি হলে সার্কিট ব্রেকার ৩ দশমিক ৭৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *