বুলাওয়ে টেস্ট: আফগানদের যত রেকর্ড
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলে তাক লাগিয়ে দেয়া আফগানিস্তান নভেম্বর মাসে ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশকে। সেই সব সাফল্য যে মোটেও ফ্লুক ছিল না তার প্রমাণ আরেকবার দিল আফগানরা। বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের ৫৮৬ রান তাড়া করতে নেমে শনিবার তৃতীয় দিন কোনো উইকেট না হারিয়ে ২ উইকেটে ৪২৫ রান তুলে রেকর্ড গড়েছে আফগানরা।
২ উইকেটে ৯৫ রান নিয়ে তৃতীয় তিন শুরু করা অতিথিরা ২ উইকেটে ৪২৫ রান তুলে মাঠ ছাড়ে। তৃতীয় দিনে খেলা হয়েছে ৯৫ ওভার, উইকেট পড়েনি একটিও, রান উঠেছে ৩৩০। রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদি সারা দিন ব্যাটিং করে হতাশায় ডুবিয়েছেন স্বাগতিকদের। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এ নিয়ে মাত্র ২৬তম বার পুরো দিনে কোনো উইকেট পড়েনি! সর্বশেষ ২০১৯ সালে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউন টেস্টে এমন ঘটনা ঘটে।
৪৯ রানে দিন শুরু করা রহমত শাহ অপরাজিত আছেন ২৩১ রান করে, যা আফগান রেকর্ড। ৩৬১ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে রহমতের সঙ্গী অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি অপরাজিত ১৪১ রানে। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ১৬১ রানে এগিয়ে গেছে আফগানিস্তান।
চারবার জীবন পেয়ে আফগানিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন রহমত শাহ। এ পথে তিনি টপকে যান শহীদির ২০০ রানের রেকর্ড। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানে অপরাজিত ছিলেন শহীদি।
রেকর্ড হয়েছে জুটিতেও। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আসগর আফগান ও শহীদি চতুর্থ উইকেটে যোগ করেছিলেন ৩০৭ রান। এবার রহমত শাহ ও শহীদি করলেন ৩৬১ রান।
১৬১ রানে পিছিয়ে থেকে রোববার চতুর্থ দিন মাঠে নামছেন রহমত শাহ ও শহীদি।