বুরকিনা ফাসোয় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

স্টাফ রিপোর্ট

বুরকিনা ফাসোর একটি গির্জায় হামলার ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। একদল বন্দুকধারী গির্জা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে।

রোববার পূর্বাঞ্চলীয় হ্যানতুকৌরা শহরের একটি গির্জায় প্রার্থনারত লোকজনের ওপর হামলা চালানো হয়। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। বন্দুকধারীদের পরিচয়ও জানা সম্ভব হয়নি।

মালির সঙ্গে সীমান্ত থাকায় বুরকিনা ফাসোতে গত কয়েক বছর ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠনের হামলায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে।

আঞ্চলিক সরকারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, হামলায় বহু মানুষ আহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, অস্ত্রধারী বেশ কয়েকজন ওই হামলা চালিয়েছে।

অপর একটি সূত্র জানিয়েছে, বন্দুকধারীরা হামলা চালানোর পরই স্কুটারে করে পালিয়ে গেছে। এর আগে গত অক্টোবরে একটি মসজিদে হামলার ঘটনায় ১৫ জন নিহত এবং আরও দু’জন আহত হয়।

২০১৫ সাল থেকেই বুরকিনা ফাসোয় জিহাদি হামলা বেড়ে গেছে। এর কারণে কয়েক হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেশী মালি থেকেই এই সংঘাত ছড়িয়ে পড়েছে। ২০১৩ সালে মালির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা। তারপর থেকেই সেখানে একের পর এক হামলার ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *