বিয়ের তারিখ জানালেন রণবীর সিং ও দীপিকা
দীর্ঘ দিন ধরে তাদের বিয়ে নিয়ে গুনঞ্জন চলছিলো। অবশেষে রবিবার বিকেলে ইনস্টাগ্রামে তাঁরা যৌথ বিবৃতি দিয়ে সেই গুনঞ্জনের অবসান ঘটালেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
আগামী ১৪ ও ১৫ নভেম্বের সেই শুভ দিন, সেদিন তাঁদের চার হাত এক হতে চলেছে৷ সেখানে হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি বিয়ের কার্ডের দুটি ছবিও পোস্ট করেছেন তাঁরা।
কার্ডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন লিখেছেন, ‘আমাদের পরিবারের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনাদের এই খবরটা জানাতে ভীষণ ভালো লাগছে, ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮-তে আমরা বিয়ে করছি। আমাদের দুজনের প্রতি আপনাদের অকুণ্ঠ ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ। ভালোবাসা, বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার যে সম্পর্কের পথে আমরা পা বাড়াচ্ছি, তার জন্য আপনাদের আশীর্বাদ চাই।