বিশ্বের পঞ্চম বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক দক্ষিণ কোরিয়া
২০২১ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম গাড়ি নির্মাতা ছিল দক্ষিণ কোরিয়া। চিপ উৎপাদনে গাড়ি উৎপাদন ব্যাহত হলেও টানা দ্বিতীয় বছরের মতো এ অবস্থান ধরে রেখেছে দেশটি। খবর কোরিয়া হেরাল্ড।
কোরিয়া অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (কেএএমএ) মতে, গত বছর দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩৪ লাখ ৬০ হাজার গাড়ি নির্মিত হয়েছে। এ সংখ্যা আগের বছরের চেয়ে ১ দশমিক ৩ শতাংশ কম।
কেএএমএ ব্যাখ্যা করেছে, বিশ্বজুড়ে চিপ ঘাটতি সত্ত্বেও দক্ষিণ কোরিয়া যতটা সম্ভব সরবরাহ সুরক্ষিত করে উৎপাদন ধরে রাখতে সক্ষম হয়েছিল। গত বছর গাড়ি উৎপাদনকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে ২ কোটি ৬৮ লাখ গাড়ি উৎপাদিত হয়েছিল। গাড়ি উৎপাদনের দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ৯১ লাখ ৫০ হাজার গাড়ি উৎপাদন করেছিল। এর পরে জাপান ও ভারতে গাড়ি নির্মিত হয়েছিল যথাক্রমে ৭৮ লাখ ৪০ হাজার এবং ৪৩ লাখ ৯০ হাজার ইউনিট।
এদিকে গত বছর ভারতে গাড়ি উৎপাদন বেড়েছে ২৯ দশমিক ৬ শতাংশ। এর মাধ্যমে জার্মানিকে টপকে সর্বোচ্চ গাড়ি উৎপাদনকারী দেশের তালিকায় চতুর্থ অবস্থানে চলে এসেছে দেশটি। অন্যদিকে গত বছর জার্মানিতে গাড়ি উৎপাদন ৮ দশমিক ৮ শতাংশ কমে গিয়েছিল। এ সময়ে দেশটিতে ৩৪ লাখ ২০ হাজার গাড়ি উৎপাদিত হয়েছে। এ সংখ্যা দেশটির ইতিহাসে ১৯৭৫ সালের পর সর্বনিম্ন।