বিশ্বব্যাংক সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর রূপরেখা তৈরি করবে

স্টাফ রিপোর্টার

করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। এসব দেশের সংকট মোকাবিলায় নতুন করে রূপরেখা তৈরি হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (৬ অক্টোবর, 2022) বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের মধ্যে কথোপকথনে এই বিষয় উঠে আসে।

ডেভিড ম্যালপাস বলেন, বৈশ্বিক নানা সংকট জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এই সংকট সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অস্থিরতার এই যুগে টেকসই উন্নয়নে নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হবে।

সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য একটি গভীর পরিকল্পনা জরুরি উল্লেখ করে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আইএমএফ এবং বিশ্বব্যাংক কাজ করছে। সংকট মোকাবিলায় ঝুঁকিতে থাকা দেশগুলোকে কীভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে রূপরেখা তৈরি হবে।

এদিকে, আর মাত্র চারদিন পর বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের পর এবারই প্রথম সশরীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বার্ষিক সভা। আগামী ১০ অক্টোবর শুরু হয়ে এটি চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও সভায় অংশ নেবেন। মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবিলাকে প্রাধান্য দিয়ে এবারের সভা অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *