বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন আবদৌলায়ে সেক।

সোমবার (২ জানুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয় এ তথ্য। তার আগে সেক ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গিনি, গ্যাবন এবং কঙ্গো প্রজাতন্ত্রে কান্ট্রি ডিরেক্টর ছিলেন।

সেক আফগানিস্তানে অপারেশন ম্যানেজার, মিয়ানমার এবং মলদোভাতে কান্ট্রি ম্যানেজার ছিলেন। অর্থনৈতিক সংস্কার, প্রবৃদ্ধি কৌশল এবং উন্নয়ন নীতি ঋণ দেওয়ার জন্য সিনিয়র অর্থনীতিবিদসহ আরও কয়েকটি পদে অধিষ্ঠিত হয়েছেন।

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টোকিওতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস ডিপার্টমেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন আবদৌলায়ে। জাইকার সামগ্রিক ক্রেডিট ঝুঁকি বহন করার ক্ষমতা পরিচালনায় কৌশলগত পরামর্শও দিয়েছেন তিনি।

তিনি সেনেগালের অর্থ মন্ত্রণালয়ের একজন অর্থনীতিবিদ ছিলেন, যেখানে তিনি জাতীয় হিসাব, সামষ্টিক অর্থনৈতিক পূর্বাভাস এবং অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তুতির তদারক করেছিলেন। তিনি অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি)-এর সঙ্গে এন্ডোজেনাস প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থা এবং সম্পদ বরাদ্দ সংক্রান্ত একটি গবেষণা কার্যক্রমের পরামর্শক ছিলেন।

আবদৌলায়ে একজন সেনেগালিজ নাগরিক। প্যারিসের গ্র্যাজুয়েট স্কুল অব ইকোনমিকস, স্ট্যাটিস্টিকস অ্যান্ড ফিন্যান্স থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *