বিশ্বজুড়ে ৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে এমঅ্যান্ডএ
গত বছরের শেষ দিকেই ঘুরে দাঁড়াতে শুরু করে বিশ্ব অর্থনীতি। কভিডের বিপর্যয় কাটিয়ে সম্ভাবনা তৈরি হয় দ্রুত পুনরুদ্ধারের। উল্লম্ফন দেখা দেয় করপোরেট মুনাফায়। পাশাপাশি সামগ্রিকভাবে উজ্জ্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাক্কলনে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়। মূল্যস্ফীতির চাপের মতো সম্ভাব্য প্রতিন্ধকতা সত্ত্বেও এ উদ্যোগে আত্মবিশ্বাস পেয়েছে প্রতিষ্ঠানগুলো। এ ধারাবাহিকতায় ২০২১ সালে বিশ্বজুড়ে একত্রীকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) কার্যক্রম প্রথমবারের মতো ৫ লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে। খবর রয়টার্স।
চলতি বছর এমঅ্যান্ডএ কার্যক্রম ১৫ বছর আগের রেকর্ডকে পেছনে ফেলেছে। বিপুল পরিমাণ পুঁজি ও আকাশছোঁয়া বাজারমূল্য প্রতিষ্ঠানগুলোকে একত্রীকরণ ও অধিগ্রহণে ইন্ধন জুগিয়েছে। আর্থিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ডিয়ালজিকের ডাটা অনুসারে, ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে এমঅ্যান্ডএ কার্যক্রমের আর্থিক মূল্য ৬৩ শতাংশ বেড়ে ৫ লাখ ৬৩ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এটি সহজেই ২০০৭ সালের বৈশ্বিক আর্থিক মন্দাপূর্ব সময়ের রেকর্ড ৪ লাখ ৪২ হাজার কোটি ডলারকে ছাড়িয়ে গেছে।
মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগানের উত্তর আমেরিকার এমঅ্যান্ডএ কার্যক্রমের সহপ্রধান ক্রিস রুপ বলেন, চলতি বছর করপোরেট ব্যালেন্স শিটগুলো অবিশ্বাস্যভাবে ফুলে-ফেঁপে উঠেছে। কেবল যুক্তরাষ্ট্রেই ২ লাখ কোটি ডলারের নগদ প্রবাহ রয়েছে। পাশাপাশি ঐতিহাসিক কম খরচে মূলধনও পাওয়া যাচ্ছে। এ বিষয়গুলোই এমঅ্যান্ডএ কার্যক্রম বাড়িয়ে দিয়েছে।
একত্রীকরণ ও অধিগ্রহণ বাজারে সবচেয়ে বড় অংশীদার প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাত। গত বছর পতনের পর ২০২১ সালে এ কার্যক্রম শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। কভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট বিশ্বজুড়ে আর্থিক মন্দায় ২০২০ সালে এমঅ্যান্ডএ কার্যক্রমের গতি তিন বছরের সর্বনিম্নে নেমেছিল।
এরপর শক্তিশালী করপোরেট মুনাফা ও উজ্জ্বল অর্থনৈতিক পূর্বাভাস প্রধান নির্বাহীদের একত্রীকরণ ও অধিগ্রহণ চুক্তিতে আত্মবিশ্বাস দিয়েছে। মার্কিন ব্যাংক মরগান স্ট্যানলির আমেরিকার এমঅ্যান্ডএ কার্যক্রমের সহপ্রধান টম মাইলস বলেন, শক্তিশালী ইক্যুইটি বাজার এমঅ্যান্ডএর মূল চালক হিসেবে কাজ করেছে। স্টকের উচ্চ দাম এবং ইতিবাচক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সিইওদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
ডিয়ালজিক অনুসারে, চলতি বছর যুক্তরাষ্ট্রে সামগ্রিক এমঅ্যান্ডএ চুক্তির আর্থিক মূল্য দ্বিগুণ হয়ে ২ লাখ ৬১ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এ কার্যক্রম ইউরোপে ৪৭ শতাংশ বেড়ে ১ লাখ ২৬ হাজার কোটি ডলার এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৩৭ শতাংশ বেড়ে ১ লাখ ২৭ হাজার কোটি ডলারে পৌঁছেছে।
গোল্ডম্যান স্যাকসের বিনিয়োগ ব্যাংকিং বিভাগের গ্লোবাল ভাইস চেয়ারম্যান রাঘব মালিয়া বলেন, ২০২১ সালে চীনের আন্তঃসীমান্ত কার্যক্রম পরিমিত ছিল। তবে এশিয়ার অন্য দেশগুলোর করপোরেটরা বৈশ্বিক সম্পদ কেনার জন্য এগিয়েছে। আমরা আশা করি, এ প্রবণতা অব্যাহত থাকবে।
চলতি বছর সবচেয়ে বড় লেনদেনের একটি ছিল, টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটির কনটেন্ট ইউনিট ওয়ার্নারমিডিয়ার সঙ্গে ডিসকভারির একত্রীকরণ। এ চুক্তির আর্থিক মূল্য ছিল ৪ হাজার ৩০০ কোটি ডলার। এছাড়া একদল প্রাইভেট ইক্যুইটি কোম্পানির ৩ হাজার ৪০০ কোটি ডলারে মেডিকেল পণ্য সরবরাহ জায়ান্ট মেডলাইন ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেটেডকে অধিগ্রহণ বড় লেনদেনগুলোর একটি ছিল। বছরের প্রথমার্ধে এ চুক্তিগুলোর ঘোষণা দেয়া হয়েছিল। বছরের দ্বিতীয়ার্ধে এসেও এ লেনদেনের গতি কমার কোনো লক্ষণ দেখা যায়নি।
গত মাসে ইতালির বৃহত্তম টেলিকম অপারেটর টেলিকম ইতালিয়াকে অধিগ্রহণের প্রস্তাব দেয় মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান কেকেআর। ৪ হাজার কোটি ডলারের এ চুক্তি ইউরোপের বৃহত্তম প্রাইভেট ইক্যুইটি ক্রয় হতে যাচ্ছে। সহজে অর্থায়ন পাওয়ার সুযোগে প্রাইভেট ইক্যুইটি লেনদেনের আর্থিক মূল্য দ্বিগুণ হয়ে রেকর্ড ৯৮ হাজার ৫২০ কোটি ডলারে পৌঁছেছে।
সিটিগ্রুপের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের ব্যাংকিং ক্যাপিটাল মার্কেটস অ্যাডভাইজরির চেয়ারম্যান লুইজি দে ভেক্কি বলেন, বিনিয়োগকারীরা একটি অভূতপূর্ব গতিতে বাজারে নগদ সরবরাহ করেছে। এর অর্থ হলো সম্পদের বাজারমূল্য ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে। তবে প্রশ্ন হলো এখন যে দামগুলো দেয়া হচ্ছে, তা সময়ের সঙ্গে সঙ্গে অর্থবহ হবে কিনা।