বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন মার্করাম

স্টাফ রিপোর্টার

শ্রীলংকার বোলারদের ওপর দিয়ে রীতিমত তাণ্ডব চালাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। শুধু তাণ্ডবই নয়, তিন সেঞ্চুরিতে রেকর্ডবুক তছনছ দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।  কুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডাসেনের পর সেঞ্চুরি ছুঁয়েছেন এইডেন মার্করামও। মার্করাম আবার বিশ্বকাপে ইতিহাস গড়ে ফেলেছেন।

লংকান বোলার মাদুশঙ্কাকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন মার্করাম, ৪৯ বলেই। ১৪ চার আর ৩ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মার্করাম।একই এক ইনিংসের তিন ব্যাটারের সেঞ্চুরি বিশ্বকাপ ইতিহাসে প্রথম ও ক্রিকেট ইতিহাসে তৃতীয়বারের মত ঘটল।

বিশ্বকাপ ইতিহাসে এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। এর আগে দ্রুততম সেঞ্চুরিটি ছিল ৫০ বলে।২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন।২০১৫ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এই তালিকায় তিন নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *