বিশ্বকাপে কলকাতায় পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জটিলতা
বিশ্বকাপ ক্রিকেটে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ। কিন্তু এই ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ১২ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরস্পর মুখোমুখি হওয়ার কথা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং পাকিস্তান। তবে ওইদিনের ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছে কলকাতা পুলিশ। যে কারণে বিসিসিআইয়ের কাছে ম্যাচটির তারিখ পরিবর্তনের আবেদন জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি।
মূলত, ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে হিন্দুদের কালিপুজা। যে কারণে ইডেনের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা বিধান করতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। যে কারণে, তারা এই ম্যাচটির তারিখ পরিবর্তনের আবেদন জানিয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতেই বিসিসিআইয়ের কাছে তারিখ পরিবর্তনের আবেদন পাঠিয়েছে সিএবি।
১২ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর ম্যাচটি আয়োজনের আবেদন জানিয়েছে তারা। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত বৃহস্পতিবারই পুলিশের পক্ষ থেকে সিএবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানেই ১২ তারিখের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়।
এরপরই বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ’র কাছে চিঠি পাঠিয়েছে সিএবি। কলকাতা পুলিশের এই আবেদন এমন এক সময়ে এলো, যখন আহমেদাবাদাদে ভারত-পাকিস্তান ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। সেখানকার নভরাত্রি অনুষ্ঠানের কারণে ১৫ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি ১৪ অক্টোবর আয়োজন করা হবে বলে নির্ধারণ করা হয়েছে।
আহমেদাবাদের সূচি পরিবর্তন হওয়ার পরপরই কলকাতা পুলিশের পক্ষ থেকেও ইডেনে ইংল্যান্ড এবং পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তনের দাবি তোলা হলো। তবে এরই মধ্যে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, অনিবার্য কারণে বেশ কিছু ম্যাচের সূচি পরিবর্তন করা হতে পারে।
বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক দুই মাস। তার আগে শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শন করে গেল আইসিসির প্রতিনিধিদল। কলকাতার এই ক্রিকেট স্টেডিয়াম দেখে খুশি আইসিসির কর্তারা। কিছু কিছু বিষয় নিয়ে এখনও সমস্যা রয়েছে। তবে সিএবি সভাপতি স্নেহাশিসের আশ্বাস, নির্দিষ্ট সময়ের আগেই তাঁরা সব কাজ মিটিয়ে ফেলতে পারবেন। স্নেহাশিস জানিয়েছেন, ইডেনে নতুন স্কোরবোর্ড বসছে। ঢেলে সাজানো হচ্ছে শৌচাগার এবং কর্পোরেট বক্স।