বিলাসবহুল বাড়ি বিক্রির রেকর্ড দুবাইয়ে

স্টাফ রিপোর্টার

২০২১ সালে দুবাইয়ে ১ কোটি বা তার বেশি মূল্যের বাড়ি বিক্রি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত বছর শহরটিতে ৯৩টি আল্ট্রা-প্রাইম বাড়ি বিক্রি হয়েছে। এটি গত পাঁচ বছরে বিক্রি হওয়া সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। আবাসন খাতের পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক এ তথ্য জানিয়েছে। গত বছর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এ শহরে সামগ্রিকভাবে ৫২ হাজারেরও বেশি অ্যাপার্টমেন্ট ও ভিলার মালিকানা হস্তান্তর হয়েছে। এ লেনদেনের মোট আর্থিক মূল্য ১১ হাজার ৪২০ কোটি দিরহাম। এটাও ২০১৯ ও ২০২০ সালের মিলিত অর্থের চেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *