বিমানবন্দরে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ব্যাংকগুলোর এলসি ওপেনিং শাখাগুলোকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের উপ মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ প্রতি শুক্র ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ স্বীয় বিবেচনায় শনিবার খোলা রাখার নিদের্শনা বহাল রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে শনিবার খোলা রাখার নিদের্শনার পরিপ্রেক্ষিত্রে কেন্দ্রীয় ব্যাংক এ নিদের্শনা প্রদান করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *