বিনিয়োগকারীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ডিবিএ

শেয়ারবাজারের অব্যাহত দরপতনের হাত থেকে রক্ষা পেতে করণীয় ঠিক করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ডিবিএর সভাপতি শাকিল রিজভী।

প্রায় দুই মাস ধরে দেশের শেয়ারবাজারে দরপতন চলছে। দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অব্যাহত দরপতনের প্রতিবাদে গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করেন সাধারণ বিনিয়োগকারীরা।

বাজারের এমন আতঙ্কজনক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসছে ব্রোকারেজ হাউজের নেতারা।

এ বিষয়ে শাকিল রিজভী বলেন, ‘বেশ কিছুদিন ধরে শেয়ারবাজারে নেতিবাচক অবস্থা বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমরা আজ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বসব। দরপতনের হাত থেকে রক্ষা পেতে কী কী করা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *