বিদ্রোহী প্রার্থীদের যে হুঁশিয়ারী দিলেন সেতুমন্ত্রী
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলের মনোনয়নের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে তার ‘খবর আছে’ বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের গণসংযোগে সেতুমন্ত্রী এ হুশিয়ারি দেন।
তিনি বলেছেন, “প্রার্থী হতে চাওয়া গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রার্থী হতে গিয়ে ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি লাগাবেন না। যাকে মনোয়ন দেওয়া হয় তিনি বাকি প্রার্থীদের শত্রু ভাববেন না।’
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, “এবার বিদ্রোহ করলে খবর আছে। বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার।’
শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে, তা দেশের মানুষ ‘১০০ বছরেও’ দেখেনি উল্লেখ করে এই সাফল্যের সংবাদ ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “প্রচারপত্র বিলি করতে গিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। জনগণকে খুশি রাখতে হবে। মানুষ যাতে কষ্ট না পায়, সেই দিকে দৃষ্টি রাখতে হবে।”
বিএনপির সমালেচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ২০০১ সালের মত রক্তপাত হবে।”