বিদ্যুৎ-জ্বালানিসহ তিন খাতে বিনিয়োগ করবে চীন

স্টাফ রিপোর্টার

বিদ্যুৎ ও জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং এবং ই-কমার্স খাতে চীন বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ শীর্ষ সম্মেলনে চীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিজনেস সামিটের আয়োজন করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বড় রপ্তানিকারক দেশের একটি। তারা বলছে, তোমাদের দেশে আরও বিনিয়োগ করতে চাই। আমরা বলছি, তোমাদের জন্য সব কিছু ওপেন, তোমরা এসো দেখো, যেখানে বিনিয়োগ করলে তোমাদের জন্য ভালো হবে।

তিনি বলেন, গত ৪০ বছর ধরে তোমাদের কাছ আমদানি করছি, এখন আমাদের দেশে নিয়োগ করতে পারো। তারা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং এবং ই-কমার্স খাতে বিনিয়োগ করবে। সে জন্য তারা ব্যবসায়ীদের নিয়ে এসেছে। বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলবেন। তারপর বিনিয়োগের সিদ্ধান্ত বলে জানান বাণিজ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *