বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি বেড়ে দ্বিগুণ
বিশ্বজুড়ে বাড়ছে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চাহিদা। জলবায়ু সুরক্ষায় শূন্য কার্বন নিঃসরণযুক্ত গাড়ির প্রতি ঝুঁকছেন ক্রেতারা। এরই অংশ হিসেবে সেকেন্ডহ্যান্ড ইভির চাহিদাও বাড়ছে। যুক্তরাজ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুরনো ইভির বিক্রি দ্বিগুণেরও বেশি বেড়েছে। খবর দ্য গার্ডিয়ান।
সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি) জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে হাতবদল হওয়া ব্যবহূত বিদ্যুচ্চালিত গাড়ির সংখ্যা প্রায় ১৪ হাজার ৬০০ ইউনিটে পৌঁছেছে। যেখানে গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৬ হাজার ৬০০ ইউনিট। অর্থাৎ এ গাড়ি বিক্রি বেড়েছে ১২০ শতাংশ।
গত দুই বছরের বেশির ভাগ সময়ে ব্যবহূত গাড়ির বাজার বেশ শক্তিশালী ছিল। যদিও লকডাউনের কারণে মাঝেমধ্যে স্থবির হয়ে পড়েছিল। কভিড-১৯ মহামারী ও চিপ ঘাটতিতে নতুন গাড়ির সরবরাহ কমে যাওয়ায় পুরনো গাড়ির চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে এখনো ব্যবহূত বিদ্যুচ্চালিত গাড়ির সরবরাহ তুলনামূলক কম রয়ে গেছে। কারণ মাত্র কয়েক বছর ধরে বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি বেড়েছে এবং এখনো অনেক ক্রেতা তাদের সেই গাড়ি ব্যবহার অব্যাহত রেখেছেন। যুক্তরাজ্যে জানুয়ারি-মার্চ সময়ে সামগ্রিকভাবে ব্যবহূত গাড়ির বিক্রি ১৭ লাখ ইউনিটে পৌঁছেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি। যদিও এটি মহামারীর আগে ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১২ শতাংশ নিচে রয়েছে।
ব্যবহূত গাড়ির ওয়েবসাইট অটো ট্রেডারের ডাটা অনুসারে, সংস্থাটির প্লাটফর্মে সব ব্যবহূত গাড়ির গড় দাম এপ্রিলে ১৭ হাজার ৪০০ পাউন্ডে উন্নীত হয়েছে। ২০২০ সালের এপ্রিলে এ দাম ছিল ১৩ হাজার ৯০০ পাউন্ড। এছাড়া যুক্তরাজ্যের বিস্তৃত বাজারে এ সময়ে ব্যবহূত বিদ্যুচ্চালিত গাড়ির গড় দাম ১৮ হাজার ৫০০ পাউন্ড থেকে বেড়ে ২৫ হাজার ৮০০ পাউন্ডে পৌঁছেছে।