বিদেশি কোম্পানির জন্য এনবিআরে নতুন ইউনিট
বাংলাদেশে ব্যবসারত বিদেশি কোম্পানি ও বিদেশি করদাতাদের জন্য আলাদা ইউনিট খুলতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ইউনিটের নাম হতে পারে ইন্টারন্যাশনাল ট্যাক্সপেয়ার্স ইউনিট। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, গত বছর দেশে অনুষ্ঠিত ‘ইইউ-বাংলাদেশ বিজনেস ডায়লগ’ এর সুপারিশের প্রেক্ষিতে বিদেশি কোম্পানির জন্য আলাদা ইউনিট প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
ইইউ-বাংলাদেশ বিজনেস ডায়লগ হচ্ছে ইউরোপিয় ইউনিয়ন বিজনেস কাউন্সিল ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ একটি উদ্যোগ। বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণে লক্ষ্যে এ ফোরাম কাজ করছে।
ফোরামের মতে, বিদেশি কোম্পানি ও করদাতাদের জন্য আলাদা একটি ইউনিট থাকলে তাদের কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে। এছাড়া কর সংক্রান্ত যেসব বিরোধ আছে সেগুলো নিষ্পত্তিতেও ভূমিকা রাখতে পারবে এই ইউনিট।
এনবিআরের তথ্য অনুসারে, দেশে প্রায় এক হাজার বিদেশি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। এদের মধ্যে বড় কোম্পানিগুলো, বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলোকে দেখভাল করে থাকে এনবিআরের বৃহৎকরদাতা ইউনিট (এলটিইউ)। কোম্পানিগুলো এই ইউনিটে তাদের আয়কর বিবরণী (Tax Return) জমা দিয়ে থাকে। ছোট ও মাঝারি কোম্পানিগুলো সংশ্লিষ্ট অঞ্চলের কর অফিসে তাদের আয়কর বিবরণী জমা দেয়।
এনবিআর মনে করছে, নতুন ইউনিট খোলার ফলে দুদিক থেকে সুবিধা হবে। এই ইউনিটের বিশেষ দক্ষতা থাকবে বলে তারা আরও ভালোভাবে বিদেশি কোম্পানি ও করদাতাদের সেবা দিতে পারবে। অন্যদিকে বিদেশী কোম্পানিগুলোর বিরুদ্ধে নানা কৌশলে কর ফাঁকি দেওয়া ও বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ আছে, তা আরও ভালোভাবে খতিয়ে দেখা সম্ভব হবে। ফলে এ ধরণের প্রবণতা কমে আসবে। তাতে সরকারের রাজস্ব আয় বাড়বে।