বিদায়ী বছরে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বেড়েছে ২১%

স্টাফ রিপোর্টার

২০২৪ সালে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় হয়েছে মোট ৫ হাজার ৫৫ দশমিক ৯৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে ৮৯০ দশমিক ৮১ কোটি টাকা। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ছিল ৪ হাজার ১৬৫ দশমিক ১৮ কোটি টাকা। সে হিসাবে বিদায়ী বছরে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৩৯ শতাংশ। এছাড়া রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং করেছে বন্দর।

চট্টগ্রাম বন্দরের অগ্রগতি নিয়ে সংস্থাটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বুধবার এনসিটিতে সাংবাদিকদের এ তথ্য দেন। বন্দর চেয়ারম্যান বলেন, ‘২০২৪ পঞ্জিকাবর্ষ অনুযায়ী বন্দরের রাজস্ব উদ্বৃত্ত আছে ২ হাজার ৯৪৮ কোটি টাকা। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ২ হাজার ১৪৩ কোটি টাকা।’

বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ একক কনটেইনার (৩ দশমিক ২৭ মিলিয়ন টিইইউএস) এবং ১২ কোটি ৩৯ লাখ টন (১২৩ মিলিয়ন টন) কার্গো হ্যান্ডলিং করেছে। ২০২৩ সালে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) এবং কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ১২ কোটি ২ লাখ টন। সে হিসাবে আগের বছরের তুলনায় কনটেইনার হ্যান্ডলিংয়ে ৭ দশমিক ৪২ শতাংশ এবং কার্গো হ্যান্ডলিংয়ে ৩ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বন্দরের এ অগ্রগতির পেছনে ব্যবস্থাপনা ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করে বন্দর চেয়ারম্যান বলেন, ‘বন্দরের ভেতরে শৃঙ্খলা আছে, কোনো যানজট নেই। এর বাইরে আমরা জাহাজের ব্যবস্থাপনাও করেছি। গিয়ারলেস ও গিয়ার্ড ভেসেল ব্যবস্থাপনা করে এবং শতভাগ বার্থ ব্যবহার করে কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। বন্দরের ভেতরে জায়গা বেড়েছে। এজন্য হ্যান্ডলিং দ্রুত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *