বিওয়াইডি ও টেসলার সঙ্গে চুক্তি ইন্দোনেশিয়ার

স্টাফ রিপোর্টার

বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনের জন্য চীনের গাড়ি নির্মাতা বিওয়াইডি গ্রুপ ও মার্কিন গাড়ি নির্মাতা টেসলার সঙ্গে চুক্তি করেছে ইন্দোনেশিয়া। গতকাল দেশটির মন্ত্রিপরিষদের একজন জ্যেষ্ঠ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়া সমৃদ্ধ নিকেল সম্পদের সুবিধা নিয়ে ব্যাটারি ও ইভি উৎপাদনের জন্য বিনিয়োগকারীদের উৎসাহী করছে। এক সময় দেশটি প্রধান নিকেল ওরি রফতানিকারক ছিল। বর্তমানে বিনিয়োগকারীদের জন্য পর্যাপ্ত কাঁচামাল নিশ্চিত করতে রফতানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

ইন্দোনেশিয়ার বিনিয়োগ সমন্বয়কমন্ত্রী লুহুত পাণ্ডজৈতান দেশটির রাজ্যপ্রধানদের সঙ্গে এক বৈঠকে বলেন, বিশ্বের সব বড় ইভি নির্মাতা আমাদের দেশে বিনিয়োগ করবে। বিওয়াইডি গ্রুপ বিশ্বের এক নম্বর ইভি নির্মাতা, টেসলা দ্বিতীয়। এছাড়া হুন্ডাইও রয়েছে তালিকায়। প্রতিষ্ঠানগুলো সবাই ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে। বিওয়াইডি গ্রুপ ও টেসলার পক্ষ থেকে এ প্রসঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাই ২০২২ সালের মার্চে ইভি উৎপাদনের জন্য ইন্দোনেশিয়ার একটি কারখানা চালু করে। এটিই ইন্দোনেশিয়ার প্রথম স্থানীয় ইভি অ্যাসেম্বিং সেন্টার।

এছাড়া এসজিএমডব্লিউ মোটর ইন্দোনেশিয়া এসএআইসি মোটর করপোরেশন লিমিটেড, জেনারেল মোটরস ও উইলিং মোটরস হোল্ডিংস যৌথ উদ্যোগে ইন্দোনেশিয়ায় কয়েকটি অ্যাসেম্বিং সেন্টার নির্মাণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *