বিএনপি-জামায়াত মানুষকে ঠকায়
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু,) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যারা পালন করছে না, তাদের রাজনৈতিকভাবে বর্জন করতে হবে। তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখা চলবে না। তিনি বলেন, বিএনপি-জামায়াত, রাজাকার, জঙ্গি এদের কোনো চরিত্র নেই। এরা খুনি, অগ্নিসংযোগকারী, এরা লুণ্ঠনকারী, এরা সাম্প্রদায়িক। এরা কখনও দেশপ্রেমিক হতে পারে না। তারা স্বাধীনতার ইতিহাস বিকৃতি করে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা মানুষকে ঠকায়।
বুধবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিভিন্ন শ্রেণির পেশাজীবী নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের মানুষ যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছে, তখনও বিএনপি-জামায়াত জাতীয় কর্মসূচিতে সমর্থন দিচ্ছে না। শুধু তাই নয়, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তারা নিজেরাও কোনো কর্মসূচি পালন করছে না।
তিনি বলেন, বিএনপি-জামায়াত এমন একটি রাজনৈতিক দল যারা মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করে তোলে। তারা স্বাধীনতার ইতিহাস বিকৃতি করে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা মানুষকে ঠকায়। তারা গণহত্যা দিবস মানে না, স্বাধীনতা দিবস মানে না, ১৬ ডিসেম্বর মানে না। এদের রাজনৈতিকভাবে কর্মসূচির মধ্য দিয়ে প্রতিহত করতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রকৌশলী মনিরুজ্জামান, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিশিষ্ট ফুটবলার বাদল রায়, প্রফেসর ডা. এম এ আজিজ, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রকৗশলী এ কে এম আবদুল মোতালিব, অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, প্রফেসর ড. নিমচন্ত্র ভৌমিক, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষিবিদ প্রফেসর শহীদুর রশীদ ভূঁইয়া, মেহের আফরোজ চুমকি, প্রকৌশলী নুরুল হুদা, অধ্যাপক কামরুল ইসলাম, প্রফেসর আবদুল মান্নান চৌধুরী, সাংবাদিক আবদুল কাইয়ুম মুকুল বক্তব্য রাখেন।