বায়ুবিদ্যুৎ উৎপাদনে পোল্যান্ডের রেকর্ড

স্টাফ রিপোর্টার

বায়ুবিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড তৈরি করেছে পোল্যান্ড। গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলে যে ঝড়ো হাওয়া বয়ে গেছে সেটি চাহিদার প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করেছে। যেখানে দেশটির অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কয়লাভিত্তিক। সম্প্রতি পোল্যান্ডের জ্বালানি বিতরণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এপি।

এক সাক্ষাত্কারে পোলিশ পাওয়ার সিস্টেমের ম্যাকিয়েজ ওয়াপিন্সকি বলেন, বুধবার সন্ধ্যায় যখন দেশটির উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টি আঘাত হানে, তখন আমরা বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় রেকর্ড ৬ হাজার ৭০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের তথ্য পেয়েছি।

এক ই-মেইল বার্তায় ওয়াপিন্সকি জানান, সে সময় ইউরোপীয় ইউনিয়ন অধিভুক্ত ৩ কোটি ৮০ লাখ নাগরিকের দেশ পোল্যান্ডে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল। ঝড়ো বাতাসের ফলে যে বিদ্যুৎ উত্পন্ন হয়েছে তা মোট চাহিদার ৩০ শতাংশ পূরণ করতে পেরেছে।

পোলিশ উইন্ড এনার্জি অ্যাসোসিয়েশনের প্রধান জানুস গাজোভিকি বলেন, সাধারণত বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পোল্যান্ডের বার্ষিক চাহিদার মাত্র ১০ শতাংশ সরবরাহ করতে পারে। পাশাপাশি এ খাতে আরো বেশি বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *