বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

স্টাফ রিপোর্টার

মৌসুমের শুরুতে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ছিল সাত। তখন অনেকে ধরেই নিয়েছিল, শিরোপা ধরে রাখা কঠিন হবে রিয়াল মাদ্রিদের। তবে মৌসুমের মাঝপথে এসেই ঘুরে দাঁড়িয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবার গেতাফের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেল মৌসুমের চ্যাম্পিয়নরা।

রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফেকে আতিথেয়তা দেয় রিয়াল। ম্যাচের প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এরপর প্রথমার্ধেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই দারুণ গোছালো ফুটবল উপহার দিতে থাকে রিয়াল মাদ্রিদ। তাতে ৩০তম মিনিটে কর্নার আদায় করে নেয় তারা। কর্নারের জের ধরেই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। বক্সে আন্টোনিও রুডিগার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম।

গোল পেয়ে দ্বিগুণ উৎসাহে একের পর এক আক্রমণ করে যেতে থাকে রিয়াল। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৩৮তম মিনিটে আরেকটি গোল পেয়ে যায় তারা। বেলিংহ্যামের থ্রু পাস ধরে জোরালো শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। এবারের লা লিগায় এমবাপ্পের গোল হলো আটটি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে রিয়াল। তবে আর গোলের দেখা পায়নি তারা। ফলে তিন পয়েন্টের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে মাদ্রিদের ক্লাবটি।

এই জয়ে ১৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে ১৫ ম্যাচ খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *