বার্সাকে টপকে গেল রিয়াল
দারুণভাবে জমে উঠেছে এবারের স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। প্রতিনিয়ত একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে মত্ত ইউরোপের সেরা ক্লাব দুইটি। সবশেষ শনিবার বার্সেলোনাকে টপকে গেছে রিয়াল মাদ্রিদ।
নিজেদের ঘরের মাঠে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। দলের জয়ে দুইটি গোলই করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। তবে হতাশ করেছে রিয়ালের আক্রমণভাগ।
ম্যাচের প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। উল্টো ৩০ মিনিটের সময় হেডে গোল করেছিলেন সেভিয়ার লুক ডি ইয়ং। কিন্তু ভিএআরের মাধ্যমে সেটি বাতিল করে দেন রেফারি।
দ্বিতীয়ার্ধে ফিরে লিড নেয় রিয়াল। ম্যাচের ৫৭ মিনিটে লুক জোভিচের বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে বল পেয়ে যান ক্যাসেমিরো। পরে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন এ মিডফিল্ডার।
তবে মিনিট সাতেক পরেই সেভিয়ার পক্ষে সমতা ফেরান ডি ইয়ং। কিন্তু ম্যাচে সমতা টেকেনি বেশিক্ষণ। পাঁচ মিনিট পরেই দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্যাসেমিরো।
এ জয়ের পর ২০ ম্যাচে ১২ জয় ও ৭ ড্রতে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল। দুই নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট। রোববার রাতে গ্রানাডার বিপক্ষে জয় পেলে ফের এক নম্বরে উঠে যাবে বার্সেলোনা।