বাপার প্রেসিডেন্ট আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইকতাদুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাসেম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আহমেদ অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. ইকতাদুল হক।

এছাড়া কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাজেদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ।

এছাড়া নির্বাচিত বাকি ১০ জন কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন এগ্রিকালচারাল মার্কেটিং কোং লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মো. মাঈন উদ্দিন, এন এগ্রো প্রসেসরের অংশীদারী মালিক নাজমুল হক, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, মেরিডিয়ান ফুডস লিমিটেডের চেয়ারম্যান কোহিনুর কামাল, থাই ফুডস প্রডাক্টের মাইকেল দে, আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. তাফহীম আল-আজমী, ফাহমিদা কনজ্যুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান, নওশিন এগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসরের স্বত্বাধিকারী হাজী নুর এ আলম দেওয়ান এবং এগ্রোফুড প্রসেজ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী সৈয়দ মো. মোস্তফা।

গত শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে এগ্রিকালচারাল মার্কেটিং কোং লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন বাপা ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় পায়। এতে ঐক্য পরিষদের ১৫ প্রার্থীর সবাই জয়ী হয়েছেন।

দ্বি-বার্ষিক এ নির্বাচনে দুটি প্যানেলে ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থী ছিলেন ৩২ জন। অন্য প্যানেল সার্বজনীন ব্যবসায়ী পরিষদের কেউ বিজয়ী হননি। সার্বজনীন ব্যবসায়ী পরিষদ গঠিত হয় এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের নেতৃত্বে। এ নির্বাচনে ভোটার ছিলেন ২৩৮ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ২০৯ জন। বাতিল হয়েছে ৪টি ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *