বাদ দেওয়া হলো সাকিবকে

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‌‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর শুভেচ্ছাদূত হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে জরুরি কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নিযুক্তি বাতিলের পাশাপাশি আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে ৬টি তালিকাভুক্ত কোম্পানিতে ফ্লোরপ্রাইস বিদ্যমান রয়েছে। আলোচ্যসভায় বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাড়া বাকি ৪টি কোম্পানির ফ্লোরপ্রাইস উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়, যা অবিলম্বে কার্যকর হবে। ফ্লোরপ্রাইস উঠিয়ে নেওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে সার্কিট ব্রেকার সংক্রান্ত কমিশনের ২০২১ সালের ১৭ জুনের নির্দেশনা কার্যকর হবে।

বৈঠকে জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব বাতিলসহ এসংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বিএসইসি কর্তৃক পাঠানো চিঠি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া শেয়ারবাজারের যেসব ইস্যুয়ার কোম্পানি বিধি মোতাবেক নিদিষ্ট সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ বা ডিভিডেন্ড দেয়নি তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে কমিশন সভায়।

বিএসইসির মুখপাত্র জানান, কাজাখস্তানের সঙ্গে স্বাক্ষরের জন্য খসড়া সমঝোতা স্মারককটিতে মন্ত্রণালয় হতে অনুমোদনের বিষয়টি আলোচ্য সভায় অনুমোদিত হয়েছে। আলোচ্য দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকে পারস্পরিক তথ্যবিনিময়, দক্ষতার উন্নয়নসহ যেসব বিষয়াদি রয়েছে তা উভয়-দেশের শেয়ারবাজারের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক হবে মর্মে প্রতীয়মান হয়। যেহেতু দু’পক্ষের মধ্যে কোনো মতবিরোধ হলে নিজস্ব আইনকানুন প্রযোজ্য হবে মর্মে সমঝোতা স্মারকে উল্লেখ আছে, তাই এর শর্ত পালনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

এছাড়া বিশ্বের আরও ৫টি শেয়ারবাজার বা আর্থিক নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিএসইসি এরআগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ৮(২) (ঝঝঝ) ধারা মোতাবেক সরকারের পূর্বানুমোদনক্রমে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই করেছে। এখানে উল্লেখ্য সে সব সমঝোতা স্মারকে একই ধরনের শর্তাবলির উল্লেখ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *