বাত রোগ দূর করার ম্যাজিক টিপস
এনকাইলোজিং স্পনডাইলাইটিস হলো মেরুদণ্ডের বাত রোগ,এনকাইলোজিং স্পনডাইলাইটিস রোগীর মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতাকে নষ্ট করে ধীরে ধীরে মেরুদণ্ডকে সোজা করে ফেলে, যার ফলে আক্রান্ত ব্যক্তি মেরুদণ্ডকে নাড়াতে পারে না। রোগীটি ঘাড় নাড়াতে চাইলে তাকে সারা শরীর নিয়ে ঘুরতে হয়। পরবর্তীকালে আক্রান্ত ব্যক্তি সামনের দিকে ঝুঁকে যায় এবং বুকের পাজরের মাংসপেশিগুলো শক্ত হয়ে শ্বাস নিতে কষ্ট হয়।
রোগ নির্ণয়
রোগটি নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা করার প্রয়োজন পড়ে। যেমন – লাম্বো-সেকরাল স্পাইনের এক্স-রে ও কিছু প্যাথলজিক্যাল টেস্ট – সিআরপি, এইচএলএবি ২৭ নামের পরীক্ষাটি রোগ নির্ণয় করতে সাহায্য করে।
চিকিৎসা
চিকিৎসার ক্ষেত্রে দুটি বিষয় খুব জরুরি।
১. এটি একটি অটো ইমিউন ডিজিজ। তাই কিছু ওষুধের মাধ্যমে রোগটিকে নিয়ন্ত্রণে রাখা।
২. মেরুদণ্ড ও পাশাপাশি অন্য জয়েন্টগুলোর নড়াচড়া স্বাভাবিক রাখা। স্বাভাবিক রাখার জন্য চাই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা। চিকিৎসক কর্তৃক নির্দেশিত ব্যায়াম নিয়মিত করে যেতে হবে এবং ব্যায়ামগুলো রোগীর অবস্থার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করতে হবে।
এই রোগীরা নিয়মিত সাঁতার কাটতে পারলে ভালো হয়। কারণ সাঁতার মেরুদণ্ড এবং অন্যান্য জয়েন্টগুলোর চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে।
রোগীকে সম্পূর্ণ নিরাময় করা না গেলেও নিয়ন্ত্রণে রাখা যায়। এ জন্য রোগীকে নিয়মিত একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধায়নে থাকতে হবে এবং তাঁর নির্দেশিত ব্যায়ামগুলো নিয়মিত করে যেতে হবে।
লেখক : বাত, ব্যথা, পারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট , ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমণ্ডি, ঢাকা ।