বাণিজ্য মেলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ সুলতানা এ জরিমানা করেন।
নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় স্টল সংশ্লিষ্ট সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা করার পরামর্শ দেন তিনি।
অভিযানে সহযোগিতা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (তদন্ত) আসিফ আল আজাদ, অধিদপ্তরের কর্মচারী এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।