বাণিজ্য প্রতিমন্ত্রীকে ডিএসইর অভিনন্দন

স্টাফ রিপোর্টার

নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসইর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান ফুল দিয়ে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

রোবাবার ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের পুঁজিবাজারের একজন সু-পরিচিত ব্যক্তিত্ব ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আহসানুল ইসলাম। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

তার এ অর্জনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় তার সঙ্গে ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ, ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, মোহাম্মদ আসাদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শফিকুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক অলক কুমার বসু।

সৌজন্য সাক্ষাতে এটিএম তারিকুজ্জামান বলেন, সরকারের এ গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী হিসেবে আপনার এ নিয়োগ আপনার দক্ষতার ওপর সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ। আমরা নিশ্চিত যে, পুঁজিবাজারের পাশাপাশি ব্যাংক, বিমা, চিকিৎসা, বস্ত্র, শিক্ষা এবং ওষুধ খাতের অভিজ্ঞতার আলোকে আপনার দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিক নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় আগামীতে আরও বেশি সুনাম এবং সাফল্য অর্জন করবে। এছাড়াও আপনার করপোরেট জগতের বহুমুখী পেশাদারিত্ব অভিজ্ঞতায় বর্তমান পুঁজিবাজারের সব প্রতিকূলতা অতিক্রম করে পুঁজিবাজারের উন্নয়ন তথা সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আহসানুল ইসলাম টিটু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। আহসানুল ইসলামের নেতৃত্বে ২০১৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ বা ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হয়। তিনি ১৯৯৩ সালে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হন। পুঁজিবাজার বিষয়ে তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। ১৯৯৭ থেকে ২০০০ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে যুগান্তকারী পরিবর্তন আনয়নে ১৯৯৮ সালে গঠিত ডিএসই অটোমেশন প্রক্রিয়া কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন টিটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *