বাণিজ্যিক ভ্যান উৎপাদনে স্টেলান্টিস ও টয়োটার অংশীদারত্ব
স্টাফ রিপোর্টার
টয়োটা মোটর ইউরোপের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণের ঘোষণা দিয়েছে স্টেলান্টিস। আমস্টারডামভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির লক্ষ্য নতুন বড় আকারের বাণিজ্যিক ভ্যান তৈরি করা। এ পরিকল্পনায় একটি বিদ্যুচ্চালিত মডেলও অন্তর্ভুক্ত রয়েছে। এ গাড়ি পোল্যান্ডের গ্লিউইস ও ইতালির আতেসায় স্টেলান্টিসের কারখানায় উৎপাদিত হবে। পাশাপাশি টয়োটা ব্র্যান্ডের অধীনে গাড়িগুলো বিক্রি হবে। ২০২৪ সালের মাঝামাঝি নাগাদ বড় আকারের বাণিজ্যিক এ ভ্যান বাজারে আনার লক্ষ্য সংস্থা দুটির। রয়টার্স