বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষায় যে কোনটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০। ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড ও ৩টিতে বি গ্রেড। এ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম বি গ্রেড।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫০ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।

বয়স: ০১ জানুয়ারি ২০২০ তারিখে ১৭-২০ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।

শর্ত: বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত

আবেদনের নিয়ম: আগ্রহীরা joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০১৯

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৫ জানুয়ারি ২০১৯

20 thoughts on “বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ

  • January 29, 2019 at 9:10 pm
    Permalink

    2018 সালে ssc পাশ করলে কি এই চাকরি পাওয়া যাবে,?

    Reply
  • January 30, 2019 at 7:23 pm
    Permalink

    Grade Point 3.50 হবে…?

    Reply
    • February 1, 2019 at 8:08 pm
      Permalink

      আমি এবার এস.এস.সি দিবো।
      আমি আবেদন করতে পারবো?

      Reply
    • February 1, 2019 at 9:00 pm
      Permalink

      আমি ২০১৮ তে SSC দিছি।

      আমি ব্যবসায় শিক্ষা থেকে 3.67
      পেয়েছি। আমি কি apply করতে পারবো???

      Reply
    • February 1, 2019 at 11:41 pm
      Permalink

      আমার ssc তে gpa:3.5 আর Hsc তে gpa:3.0..উচ্চতা ৫ ফুট৯.৫”..আর ওজন ৭৮ কেজি..আর জন্ম ১-১১-২০০০.. আমি কি আবেদন করতে পারব..???..please help me..!

      Reply
  • February 1, 2019 at 8:40 pm
    Permalink

    আমি এবার এসএসসি দিব।
    আমি আবেদন করতে পারব?

    Reply
  • February 1, 2019 at 8:44 pm
    Permalink

    আমি ২০১৮ তে SSC পাশ করছি।
    আর আমার গ্রেডের পয়েন্ট ৩.৬৭ ।
    আমি কি apply করতে পারব??

    Reply
  • February 1, 2019 at 8:52 pm
    Permalink

    আমি ২০১৮ তে SSC দিছি
    আমি ব্যবসায় শিক্ষা থেকে
    ০৩.৬৭ পেয়েছি ।
    আমি কি Apply করতে পারব???

    Reply
  • February 1, 2019 at 11:39 pm
    Permalink

    আমার ssc তে gpa:3.5 আর Hsc তে gpa:3.0..উচ্চতা ৫ ফুট৯.৫”..আর ওজন ৭৮ কেজি..আর জন্ম ১-১১-২০০০.. আমি কি আবেদন করতে পারব..???..please help me..!

    Reply
  • February 2, 2019 at 11:13 am
    Permalink

    আমার জন্ম তারিখ ২৪-০১-২০০০
    এবছর ইন্টার পরীক্ষার্থী।
    আমি কি পারবো?

    Reply
    • February 2, 2019 at 1:24 pm
      Permalink

      আমি ৩.৩৯ পেয়ে পাশ করছি 2018 সালে ।উচ্চতা ৪.৫˝ বয়স ১৫ নামা ঃ মোঃআবুসালেহ মুসা ফোন নাম্বার ঃ০১৭৪৬২২৯৫৯৫

      Reply
  • February 2, 2019 at 2:01 pm
    Permalink

    আমি ২০১৫ সালে টেকনিক্যাল থেকে এসএসসি পাশ করছি।আমার জিপিএ পয়েন্ট হল ৪.৪৬। আমার উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি।আমার জন্ম সাল ১/১/১৯৯৬। আমি কি apply করতে পারবো।

    Reply
  • February 2, 2019 at 2:08 pm
    Permalink

    আমি টেকনিক্যাল থেকে কম্পিউটার বিভাগ এ এসএসসি তে জিপিয়ে ৪.৪৬ পেয়েছি। আমার উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। আমার জন্ম সাল ১/১/১৯৯৬ সাল। আমি কি apply করতে পারবো।

    Reply
  • February 2, 2019 at 7:42 pm
    Permalink

    3.25 ta hole ki hobe….

    Reply
  • February 2, 2019 at 8:42 pm
    Permalink

    ২০২০ সালে কি ০১ তারিখে কি ১৭ থেকে ২০ এর মধ্যে হলেই হবে? দয়া করে জানা!

    Reply
  • February 3, 2019 at 5:20 pm
    Permalink

    আমি মাদরাসা থেকে ২০১৮ এস সি সি পাস করছি আমার হাইট ৫.৩ আমি কি আবেদন করতে পারবো

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *