বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষায় যে কোনটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০। ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড ও ৩টিতে বি গ্রেড। এ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম বি গ্রেড।
শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫০ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।
বয়স: ০১ জানুয়ারি ২০২০ তারিখে ১৭-২০ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।
শর্ত: বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত
আবেদনের নিয়ম: আগ্রহীরা joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৫ জানুয়ারি ২০১৯
2018 সালে ssc পাশ করলে কি এই চাকরি পাওয়া যাবে,?
আমি ডাইবার পদে জয়েন দিতে পারি
SSC te 3.14 acea taile ki apply korte parvo shamne HSC dibo..
আমার ৪.৫০ আসচে আমি কি করতে পারব
Grade Point 3.50 হবে…?
আমি এবার এস.এস.সি দিবো।
আমি আবেদন করতে পারবো?
আমি ২০১৮ তে SSC দিছি।
আমি ব্যবসায় শিক্ষা থেকে 3.67
পেয়েছি। আমি কি apply করতে পারবো???
আমার ssc তে gpa:3.5 আর Hsc তে gpa:3.0..উচ্চতা ৫ ফুট৯.৫”..আর ওজন ৭৮ কেজি..আর জন্ম ১-১১-২০০০.. আমি কি আবেদন করতে পারব..???..please help me..!
Amar born on 15/2/2001 …
SSC section 2018
Group science.
Point. 4.78 GPA
আমি এবার এসএসসি দিব।
আমি আবেদন করতে পারব?
আমি ২০১৮ তে SSC পাশ করছি।
আর আমার গ্রেডের পয়েন্ট ৩.৬৭ ।
আমি কি apply করতে পারব??
আমি ২০১৮ তে SSC দিছি
আমি ব্যবসায় শিক্ষা থেকে
০৩.৬৭ পেয়েছি ।
আমি কি Apply করতে পারব???
আমার ssc তে gpa:3.5 আর Hsc তে gpa:3.0..উচ্চতা ৫ ফুট৯.৫”..আর ওজন ৭৮ কেজি..আর জন্ম ১-১১-২০০০.. আমি কি আবেদন করতে পারব..???..please help me..!
আমার জন্ম তারিখ ২৪-০১-২০০০
এবছর ইন্টার পরীক্ষার্থী।
আমি কি পারবো?
আমি ৩.৩৯ পেয়ে পাশ করছি 2018 সালে ।উচ্চতা ৪.৫˝ বয়স ১৫ নামা ঃ মোঃআবুসালেহ মুসা ফোন নাম্বার ঃ০১৭৪৬২২৯৫৯৫
আমি ২০১৫ সালে টেকনিক্যাল থেকে এসএসসি পাশ করছি।আমার জিপিএ পয়েন্ট হল ৪.৪৬। আমার উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি।আমার জন্ম সাল ১/১/১৯৯৬। আমি কি apply করতে পারবো।
আমি টেকনিক্যাল থেকে কম্পিউটার বিভাগ এ এসএসসি তে জিপিয়ে ৪.৪৬ পেয়েছি। আমার উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। আমার জন্ম সাল ১/১/১৯৯৬ সাল। আমি কি apply করতে পারবো।
3.25 ta hole ki hobe….
২০২০ সালে কি ০১ তারিখে কি ১৭ থেকে ২০ এর মধ্যে হলেই হবে? দয়া করে জানা!
আমি মাদরাসা থেকে ২০১৮ এস সি সি পাস করছি আমার হাইট ৫.৩ আমি কি আবেদন করতে পারবো