বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২১তম দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সভা ও কার্যনির্বাহক কমিটির নির্বাচনের মধ্যে দিয়ে সারা দেশের প্রায় পাঁচ হাজার অর্থনীতিবিদের এই সম্মেলন সমাপ্ত হয়। কার্যনির্বাহক কমিটির নির্বাচনে অধ্যাপক ড. আবুল বারকাত ও অধ্যাপক ড. আইনুল ইসলাম-এর ‘শোভন সমাজের লক্ষ্যে অর্থনীতি’ প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৮টি পদে নিরঙ্কুশ জয় লাভ করেছে। নতুন কমিটি আগামী দুুই বছরের (২০২২-২০২৩) জন্য দায়িত্ব পালন করবে।
কার্যনির্বাহক কমিটির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. আবুল বারকাত, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. আইনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে এজেডএম সালেহ্ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন―সহ-সভাপতি পাঁচজন যথাক্রমে অধ্যাপক হান্নানা বেগম, ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মোঃ মোয়াজ্জেম হোসেন খান, মোঃ মোস্তাফিজুর রহমান সরদার এবং ড. মোঃ সাইদুর রহমান। যুগ্ম-সম্পাদক দুই জন যথাক্রমে বদরুল মুনির ও শেখ আলী আহমেদ টুটুল। সহ-সম্পাদক পাঁচজন পার্থ সারথী ঘোষ, মনছুর এম ওয়াই চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, সৈয়দ এসরারুল হক সোপেন ও মোঃ হাবিবুল ইসলাম। ১৪ জন সদস্য হলেন ড. মোঃ লিয়াকত হোসেন মোড়ল, ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ, অধ্যাপক ড. জহিরুল ইসলাম সিকদার, ড. মোঃ সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক শাহানারা বেগম, ড. মোঃ মোরশেদ হোসেন, অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, শাহেদ আহমেদ, মেহেরুননেছা, খোরশেদুল আলম কাদেরী, নেছার আহমেদ, মোহাম্মদ আকবর কবীর এবং মোঃ আখতারুজ্জামান খান।বাংলাদেশ অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২১তম দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর ২০২১) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সভা ও কার্যনির্বাহক কমিটির নির্বাচনের মধ্যে দিয়ে সারা দেশের প্রায় পাঁচ হাজার অর্থনীতিবিদের এই সম্মেলন সমাপ্ত হয়। কার্যনির্বাহক কমিটির নির্বাচনে অধ্যাপক ড. আবুল বারকাত ও অধ্যাপক ড. আইনুল ইসলাম-এর ‘শোভন সমাজের লক্ষ্যে অর্থনীতি’ প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৮টি পদে নিরঙ্কুশ জয় লাভ করেছে। নতুন কমিটি আগামী দুুই বছরের (২০২২-২০২৩) জন্য দায়িত্ব পালন করবে।
কার্যনির্বাহক কমিটির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. আবুল বারকাত, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. আইনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে এজেডএম সালেহ্ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন―সহ-সভাপতি পাঁচজন যথাক্রমে অধ্যাপক হান্নানা বেগম, ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মোঃ মোয়াজ্জেম হোসেন খান, মোঃ মোস্তাফিজুর রহমান সরদার এবং ড. মোঃ সাইদুর রহমান। যুগ্ম-সম্পাদক দুই জন যথাক্রমে বদরুল মুনির ও শেখ আলী আহমেদ টুটুল। সহ-সম্পাদক পাঁচজন পার্থ সারথী ঘোষ, মনছুর এম ওয়াই চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, সৈয়দ এসরারুল হক সোপেন ও মোঃ হাবিবুল ইসলাম। ১৪ জন সদস্য হলেন ড. মোঃ লিয়াকত হোসেন মোড়ল, ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ, অধ্যাপক ড. জহিরুল ইসলাম সিকদার, ড. মোঃ সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক শাহানারা বেগম, ড. মোঃ মোরশেদ হোসেন, অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, শাহেদ আহমেদ, মেহেরুননেছা, খোরশেদুল আলম কাদেরী, নেছার আহমেদ, মোহাম্মদ আকবর কবীর এবং মোঃ আখতারুজ্জামান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *