বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় কোমল পানীয় পেপসি। বহুকাল ধরে বাংলাদেশেও ভোক্তাদের মন জয় করে চলেছে এটি। এর প্রচারের স্বার্থে এদেশের অনেক তারকা পেপসির বিজ্ঞাপনে কাজ করেছেন।

তাদের মধ্যে উল্লেখ করা যায় শুভ্রদেব, জেমসদের নাম। যারা ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেপসির প্রচারে কাজ করেছেন।

এবার সে তালিকায় যুক্ত হলো বলউড ভাইজান সালমান খানের নাম। পেপসির জন্য বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।

গেল ১১ জুন রাতে ফেসবুকে পেপসি বাংলাদেশের ভেরিফায়েড পেজে একটি ভিডিও বিজ্ঞাপন পোস্ট করা হয়। বাংলা ভাষায় ডাবিং করা বিজ্ঞাপনটিতে সালমানকে বলতে শোনা যায়, ‘প্রতি চুমুকে সোয়্যাগ।’

কোমল পানীয় সংস্থাটি সালমানের সংযুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

এ বিষয়ে সালমান খান বলেন, বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। এটা একটা নতুন অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরু থেকেই আমি বাংলাদেশের মানুষের কাছে দারুণ ভালোবাসা পেয়ে এসেছি। এবার তাদের সামনে তাদের ভাষায় হাজির হওয়ার সুযোগটা দারুণ মনে হচ্ছে।’

এদিকে পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে পেপসি সময়ে সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা এবার মাথায় রেখেছে ‘সোয়্যাগ’ শব্দটিকে।

প্রতি চুমুকেই সোয়্যাগ’ ইঙ্গিত করে, দেশের বর্তমান তরুণ প্রজন্ম আগের যে কোনো সময়ের তুলনায় আত্মবিশ্বাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *