বাংলাদেশের ২০ কোম্পানি রিয়াদ বাণিজ্যমেলায় থাকছে

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের রিয়াদে বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মেলার আয়োজন করছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এতে দেশের পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও পাটজাত পণ্য সংশ্লিষ্ট প্রায় ২০টি কোম্পানি অংশ নেবে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে রোববার (২ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও অন্যান্য প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার ২০২২’ শীর্ষক এ মেলা আগামী ৬ থেকে ৮ অক্টোবর রিয়াদের হাই আল ওয়াযারাতে ক্রাউন প্লাজার দিরিয়াহ হল ১ ও ২-এ অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ থেকে পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও পাটজাত পণ্য সংশ্লিষ্ট প্রায় ২০টি কোম্পানি অংশ নেবে।

মেলায় বাংলাদেশিসহ অন্যান্য দেশের স্টলসমূহ পরিদর্শনের জন্য প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *