বাঁধাকপির দাম ৮৩ হাজার টাকা

মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন সবজি ফলানোর প্রতিযোগিতা হয়ে থাকে। সে দেশের স্কুলে এ সংক্রান্ত কর্মসূচি চলে সারা বছর ধরেই।

পেনসিলভেনিয়ার এই সবজি প্রতিযোগিতায় মোট ৩২ হাজার জন অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে লিলির তৈরি বিশালাকার বাঁধাকপি সবথেকে বেশি লোকের দৃষ্টি আকর্ষণ করেছে।

এ বছর ন্যাশনাল বনি প্ল্যান্টস থার্ড গ্রেড ক্যাবেজ প্রোগ্রামের অংশ হিসাবে একটি দৈত্যাকার বাঁধাকপি ফলিয়ে সবুজ সবজি প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে পেনসিলভেনিয়ার চতুর্থ শ্রেণির এক ছাত্রী।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের পেবলস এলিমেন্টারি স্কুলে পড়া ওই ছাত্রীর নাম লিলি রিয়েস। বিশালাকার এই বাঁধাকপি বানিয়ে প্রথম হওয়ায় জন্য এক হাজার ইউএস ডলার পুরস্কার পেয়েছে সে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ হাজার টাকা।

এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত লিলি বলেছে, ‘এই বাঁধাকপি বানানোর জন্য আমি বিশেষ কিছু করিনি। শুধু নিয়ম করে প্রতিদিন প্রচুর পানি দিতাম। এ ছাড়া অ্যালিসন পার্কের বাগানে প্রচুর রোদ আসত।’

লিলির মা মেগান রিসেয় বলেছেন, ‘এত বড় বাঁধাকপি ফলানোর বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা শুধু বড় করে গেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *