বন্ধ হচ্ছে পেঁয়াজ আমদানি
কৃষক পর্যায়ে পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে ভারত থেকে নতুন করে আমদানির অনুমতি দেয়া বন্ধ করেছে সরকার। ফলে ১৫ মার্চের পর বন্দরটি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে। রমজানে পণ্যটির দাম স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে আমদানির অনুমতিপত্র নিয়ে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। সম্প্রতি দেশের বাজারে নতুন পেঁয়াজ ওঠার কারণে আমদানির অনুমতি দিচ্ছে না মন্ত্রণালয়। উদ্দেশ্য কৃষকদের স্বার্থ রক্ষা করা। বর্তমানে যেসব পেঁয়াজ আমদানির অনুমতি আছে, তার মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত। এর পর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে।
তার দাবি, দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে রমজানে চাহিদা মেটানো যাবে না। রমজান মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে আমদানির অনুমতি দেয়ার দাবি জানাচ্ছি।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে বর্তমানে পেঁয়াজ আমদানির জন্য যেসব অনুমতি পত্র (আইপি) রয়েছে বা নতুন করে দেয়া হচ্ছে, সেগুলোর মেয়াদ ১ মার্চ পর্যন্ত। যদি নতুন করে আইপিসংক্রান্ত কোনো নির্দেশনা না আসে, তাহলে এর পর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে।