বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু

গুড়ি গুড়ি বৃষ্টিতে সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

নিহত কামরুল ইসলাম ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শুক্রবার রাতে ঠাকুর সীমান্তের পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম (৬৬৭১৪) ও সৈনিক ইয়াছিন টহল দেয়ার সময় রাত সাড়ে ১০টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল নিহত হন। আহত হন সৈনিক ইয়াছিন। তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডিমলা থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *