বছরে ৩৫৫ মিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানিগুলো মুনাফার একাংশ বিদেশে পাঠিয়ে থাকে। এসব কোম্পানির বিভিন্ন পন্থায় মুনাফা অন্যত্র সরিয়ে নেওয়া এবং বিত্তবানদের একাংশ বিদেশে সম্পদ পাচারের ফলে বছরে ৩৫৫ মিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ।

সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক (টিজেএন)।

প্রতিবেদনে বলা হয়, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এক হাজার ৩৩ ডলার মুনাফা স্থানান্তর করেছে। এ দেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানিগুলো মুনাফার একাংশ বিদেশে পাঠিয়ে দেওয়ার কারণে বাংলাদেশ ৩৩৫ মিলিয়ন ডলার হারিয়েছে। এছাড়া সম্পদশালীরা বিদেশে সম্পদ গড়ায় বছরে কর হারায় ১৯ মিলিয়ন মার্কিন ডলার।

টিজেএনের প্রতিবেদনে আরও বলা হয়, এই কর ক্ষতির পরিমাণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয়ের ২১ দশমিক চার শতাংশ। বহুজাতিক কোম্পানি ও সম্পদশালীরা কর ব্যবস্থার অপব্যবহারের কারণে বাংলাদেশসহ অন্য দেশ প্রতি বছর ৪৯২ বিলিয়ন ডলার কর হারাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে এক দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে। এটি দেশের প্রায় ৪৬০ বিলিয়ন ডলারের অর্থনীতির শূন্য দশমিক এক শতাংশ।

করপোরেট করের হার কমানো সত্ত্বেও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফা করপোরেট কর অবকাশে স্থানান্তরিত করেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *