বছরের সেরা হাইব্রিড এসইউভি রেনোঁর এক্সএম৩
স্টাফ রিপোর্টার
রেনোঁ কোরিয়া মোটরস নির্মিত এক্সএম৩ ই-টেককে বছরের সেরা হাইব্রিড এসইউভি ঘোষণা দেয়া হয়েছে। গত রোববার কোরিয়া অটোমটিভ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এ নিয়ে তিনটি পুরস্কার জিতেছে এক্সএম৩। গত বছর স্মল এসইউভি অব দ্য ইয়ার ও ডিজাইন অব দ্য ইয়ার স্বীকৃতি পেয়েছিল গাড়িটি। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
বুসান কারখানায় নির্মিত গাড়িটি এখন সারা বিশ্বে বিক্রি হচ্ছে। নতুন এ কনসেপ্ট কারের বৈশিষ্ট্য হচ্ছে এটা একই সঙ্গে এসইউভির কার্যকারিতা ও সেডানের আরাম দিচ্ছে। স্পোর্টি ডিজাইনের সঙ্গে নানাবিধ কমফোর্ট ও সেফটি ফিচার রয়েছে এতে।
ইউরোপে উন্মোচনের পর সেখানেও অন্যতম সেরা হাইব্রিড গাড়ির স্বীকৃতি পেয়েছে রেনোঁ এক্সএম৩।