বগুড়ায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৫ জন। বুধবার (৩ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় নতুন করে ২৬ জনের দেহে করোনা শনাক্ত। এদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী সাতজন ও দুই শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, শাজাহানপুরের দুইজন, গাবতলীর দুইজন, শেরপুরের দুইজন, দুপচাঁচিয়ার চারজন, সারিয়াকান্দি ও ধুনটের একজন করে রয়েছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে বগুড়ার ১৫ জনের করোনা পজিটিভ ও টিএমএসএ’র ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। মারা গেছেন একজন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৪৩৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *