বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়াগামী লবণ বোঝাই ট্রাকের সঙ্গে সিরাজগঞ্জগামী লব্বাইক পরিবহন নামে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লবণ বোঝাই ট্রাক উল্টে ট্রাকের চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হন বাসের কমপক্ষে ২০ জন যাত্রী।
ক্লিক করে আমাদের সাথে থাকুন
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত চারজনই পুরুষ। তারা লবণ বোঝাই ট্রাকের যাত্রী। দুর্ঘটনায় আহতদের উদ্ধার তৎপরতা চলছে।