বগুড়ার বড়গোলায় সাউথ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
স্টাফ রিপোর্টার
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বগুড়া শাখার তত্ত্বাবধায়নে বগুড়া শহরের রংপুর রোডের বড়গোলায় সোমবার (২১ মার্চ, ২০২২) এটিএম বুথ উদ্বোধন করেন; বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ সেলিম। এ সময়ে বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের মহাব্যবস্থাপক গোবিন্দ লাল গাইন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাসুদুর রহমান মিলন, এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, বগুড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।