ফেডারেল ফান্ড রেটের ভিত্তিতে হবে ডলারের ফরোয়ার্ড মূল্য নির্ধারণ

স্টাফ রিপোর্টার

ব্যাংকগুলোকে ফরোয়ার্ড মূল্যে ডলার কেনাবেচা করার ক্ষেত্রে দর নির্ধারণে যুক্তরাষ্ট্রের পলিসি রেট বা ফেডারেল ফান্ড রেটকে বিবেচনায় নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলো ফরোয়ার্ড বিনিময় হার বা ফরোয়ার্ড মূল্যে আলোচিত পলিসি রেটগুলোর চেয়ে বেশি প্রিমিয়াম নিতে পারবে না। এসব পলিসি রেট হবে- মার্কিন ডলারের ক্ষেত্রে ফেডারেল ফান্ড রেট, ইউরোর ক্ষেত্রে মেইন রেফারেন্সিং রেট, ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট, জাপানি ইয়েনে ওভারনাইট কল রেট, চীনের ইউয়ান-এ লোন প্রাইম রেট বা এলপিআর।

বৈদেশিক মুদ্রার বাজারে নিয়মতান্ত্রিক শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখিত ফরোয়ার্ড মূল্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ঘোষিত স্পট রেটের সঙ্গে প্রযোজ্য হবে। ফরোয়ার্ড চুক্তির দ্রুত নিষ্পত্তির জন্য প্রকৃত মেয়াদের ভিত্তিতে প্রিমিয়াম সমন্বয় করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্র জানায়, এখন থেকে ব্যাংকগুলো চাইলে যেকোনো সময়ের জন্য ফরোয়ার্ড ডিল করতে পারবে। আগের নির্দেশনায় ব্যাংকগুলোকে সর্বোচ্চ ৩ মাস ফরোয়ার্ডে ডলার কেনাবেচা করতে পারতো। এখন থেকে যেকোনো সময়সীমার জন্য ফরোয়ার্ড ডিল করা যাবে।

শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগে ফরোয়ার্ড ডিল করার ক্ষেত্রে ট্রেজারি বিলের স্মার্ট (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) হার বিবেচনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন ‘স্মার্ট’ এর কোনো কার্যকারিতা না থাকায় ব্যাংকগুলো ফরোয়ার্ড ডিলের প্রিমিয়াম নির্ধারণে সমস্যায় ছিল। এসব কারণে নতুন করে নির্দেশনা দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *