ফিলিপাইনের চাল আমদানি বাড়ার সম্ভাবনা
চলতি বছর ফিলিপাইনের চাল আমদানি বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমদানি প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছে ঊর্ধ্বমুখী চালের ব্যবহার। এদিকে আমদানি বাড়লে চালের দাম কমার প্রত্যাশা করছেন বাজারসংশ্লিষ্টরা।
সম্প্রতি এক প্রতিবেদনে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস ফিলিপাইনের চাল আমদানি পূর্বাভাস বাড়ায়। এতে দেখা যায়, বছর শেষে আমদানির পরিমাণ দাঁড়াবে ২৯ লাখ টনে। অথচ আগের পূর্বাভাসে সংস্থাটি ২৫ লাখ টন আমদানির কথা জানিয়েছিল। ইউএসডিএ বলছে, চলতি অর্থবছর ফিলিপাইন বেশির ভাগ চাল ভিয়েতনাম থেকে আমদানি করবে।
এদিকে শুধু আমদানিই নয়, ফিলিপাইনে চাল উৎপাদন পূর্বাভাসও বাড়িয়েছে ইউএসডিএ। পূর্বাভাসে বলা হয়, চলতি অর্থবছর দেশটি ১ কোটি ২৪ লাখ টন চাল উৎপাদন করবে। আগের পূর্বাভাসে ১ কোটি ২৩ লাখ টনের কথা জানানো হয়েছিল। এ বছর দেশটিতে চালের ব্যবহার বেড়ে ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টনে পৌঁছতে পারে। আগের ১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টনের পূর্বাভাস দেয়া হয়েছিল।