ফিউচারস মার্কেটে বাড়ল স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থানের খবরে দেশটির ফিউচারস মার্কেটগুলোয় স্বর্ণের দাম বেড়েছে। শুক্রবার সকালে জুনে সরবরাহের জন্য বিভিন্ন ফিউচারস মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ২০ ডলার বেড়ে হয় ১ হাজার ২৭৪ দশমিক ৩০ ডলার।
এছাড়া নিউইয়র্কের কোমেক্সে জুলাইয়ে সরবরাহের জন্য প্রতি আউন্স রুপার দাম দশমিক শূন্য ৬৮ ডলার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৬৮৫ ডলার। কর্মসংস্থানের ইতিবাচক খবরে স্বর্ণের বাজার স্থিতিশীল হওয়ার যে আভাস পাওয়া গিয়েছে, তাতে এ ধাতবপণ্যের দাম কমে যাওয়ার চাপ প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে। খবর কিটকো নিউজ।
যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, এপ্রিলে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬৩ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধির ফলে স্বর্ণের চাহিদা বেড়ে যাবে, এমন আশাবাদের পরিপ্রেক্ষিতেই ফিউচারস মার্কেটে ধাতবপণ্যটির দাম বেড়ে গিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্পট বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে হয় ১ হাজার ২৭৬ দশমিক ৩৮ ডলার। স্বর্ণের পাশাপাশি প্লাটিনাম, তামা ও প্যালাডিয়ামের মতো অন্যান্য দামি ধাতবগুলোরও দাম বেড়েছে এ সময়।
এদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পক্ষ থেকে দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো ৫০০ থেকে ৬০০ টন স্বর্ণ ক্রয় করবে। যেখানে বিগত বছরগুলোয় স্বর্ণ ক্রয়ের পরিমাণ ছিল প্রায় ৪০০ টন। অনেক আর্থিক উপদেষ্টাই ব্যক্তিগত বিনিয়োগকারীদের লভ্যাংশ আসবে না এমন সম্পদ ক্রয় থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকেন। এক্ষেত্রে বেশির ভাগ বিনিয়োগকারীই স্বর্ণকে বিনিয়োগের খুবই নিরাপদ ক্ষেত্র হিসেবে দেখে থাকেন।