ফণী মোকাবিলায় জেএসডির ত্রাণ কমিটি

ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠায় সহযোগিতার জন্য ত্রাণ কমিটি গঠন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

শুক্রবার (৩ মে) রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে দলটির স্টিয়ারিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ঘূর্ণিঝড় ফণীর অবস্থা নিয়ে আলোচনা হয়।

সভায় ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠায় সহযোগিতার জন্য জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনকে আহ্বায়ক করে ৯ সদস্যের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন ও এস এম সামসুল আলম নিক্সন।

ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকার দলীয় নেতাকর্মীদের জরুরি ভিত্তিতে কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে।

সভায় ঘূর্ণিঝড় ফণীতে ভারতের ওড়িশায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয় এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *